নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকেরা।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে শ্রম অধিদপ্তরে রাত ১১টা পর্যন্ত সরকার ও শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অাকতারুল ইসলাম জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।
এর আগে খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে ঢাকার সদরঘাটসহ নদীপথে মানুষ ও পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com