নৌবাহিনীর অভিযানের ৯ম দিনে ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ

:
: ৪ years ago

গত ১৪ অক্টোবর হতে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তা কর্তৃক পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের নবম দিনে কালাবদর নদী ও মেহেন্দিগঞ্জ তৎসংলগ্ন এলাকা হতে ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮০ কেজি সমপরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয় যার মূল্য ৩ কোটি ৭৫ লক্ষ ১৪ হাজার টাকা । জব্দকৃত জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নৌবাহিনীর তত্তাবধায়নে আগুন জালিয়ে পোড়ানো হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এখন পর্যন্ত গত নয়দিনে নৌবাহিনী জাহাজ তিস্তা কর্তৃক সর্বমোট ৬৬ লক্ষ ৮২ হাজার মিটার অবৈধ জাল করা হয় যার মূল্য ১৬ কোটি ৭৩ লক্ষ ১৪ হাজার টাকা। বানৌজা তিস্তা কর্তৃক কীর্তনখোলা,কালাবদর,তেতুলিয়া ও মেঘনা নদী সংলগ্ন  চরমোনাই,ভাসানচর,হিজলা,উলানিয়া,ইলিশাঘাট,পাতারহাট,শ্রীপুর,লাহারহাট,সাহেবেরহাট,তালতলা,চরবাড়ি,ধুলিয়া,লালখারাবাদ,সায়েস্তাবাদ,বাগুরিয়া,চানমারি এলাকাসমূহে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর এই অভিযানটি লেঃ কমান্ডার আবদুল কাইয়ুম রবিন,(এনডি),বিএন এর তত্তাবধায়নে পরিচালিত হচ্ছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিযানটি চলমান থাকবে।