নৌকার অভাবেও বসে নেইঃ ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত পাশে সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৪ years ago

আকিব: : ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বরিশাল জেলার ১৪৩টি ক্ষতিগ্রস্থ পরিবারে শুকনা খাদ্যসামগ্রী, স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নগদ অর্থ প্রদান করেছে শেখ হাসিনা সেনানিবাস কর্তৃপক্ষ। ঘূর্নিঝড় পরবর্তী সময়ে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে বিধ্বস্ত ১০টি ঘর শেখ হাসিনা সেনা নিবাসের ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আশফানের তত্ত্বাবধানে মেরামত করে দেয়া হয়।

শুক্রবার ও শনিবার (২৩ মে) বরিশালের হরিনা ফুলিয়া এমদাদিয়া এতিমখানা, চরকাউয়া আহামাদিয়া এতিম খানা, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া এতিম খানা জেলার ২০টি এতিমখানায় নগদ অর্থ, চিনিগুরা চাল, ভোজ্য তেল, চিনি, গুড়া দুধ ও সেমাই বিতরন করেন সেনা বাহিনী।

এর আগে ঘূর্ণিঝড়কালীন সময়ে উপকূলীয় জনগনের জান-মাল রক্ষায় তৎপর ছিলো শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশন। ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইষ্ট বেঙ্গলের নেতৃত্বে জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি (ডিএমটি) দূর্যোগ মোকাবেলা দল ও ১টি স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়। এছাড়া ৬২ ইস্ট বেঙ্গল স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্যোগ মোকাবেলা করে।

গতকাল শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।