তানভীরুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে৷
এতে উপস্থিত ছিলেন রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআই’র পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী।
শনিবার (৪মার্চ) বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে ৬৮জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়৷
উপজেলার মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন৷
রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন, পিবিআই’র পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুকের সার্বিক সহায়তা ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ফেনী গার্লস কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্যাহ বিকম, মাওলানা ইসমাইল, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম আজাদ,
কেরামত পর এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন হেলাল, ব্যাংকার মো. আব্দুল্যাহ, মো. বাহার উদ্দিন,
মাওলানা শাহাদাত হোসেন ও তানভীর মাহমুদের সঞ্চালনায় বৃত্তি পরিক্ষায় আরও সহায়তা করেন, মাওলানা শেখ ফরিদ, মো. সোহাগ, রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিব উল্যাহ বাবুল, ইকরাম হোসেন ইউসুফ, আলী আকবর বাবুলসহ দুই ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
পরে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন৷