পুরস্কার ঘোষণার আগেই দ্বিগুণ হল পুরস্কারের মূল্য৷ ২০১৭ সালের নোবেল পুরস্কার অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগেই বিজয়ীকে নগদ প্রায় ১০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কারের ঘোষণা করল নোবেল ফাউন্ডেশন৷
নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১৭ সালের প্রতিটি বিভাগে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১০ লক্ষ মার্কিন ডলার৷ ২০১২ সালে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে আনা হয়৷
বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তহবিল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের এই বিশাল অংকের অর্থ পুরস্কার দেয়া হবে৷ নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে৷ সে নিয়ম অনুযায়ী আগামী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হবে৷ এরপর দু’দিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে৷ আগামী ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে৷ নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি৷
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com