বছরজুড়ে আলোচনায় থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি।
কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল। শুরুতে তার ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কাণ্ডজ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ফের সমালোচনার মুখে পড়লেন এই গায়ক।
মূলত, নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিজে নগ্ন ছবি পোস্ট করা হয়েছে। আবার অন্যের ফেসবুক পেজের রিলসের পোস্ট (পর্নো ভিডিও ক্লিপ) নিজের পেজে শেয়ার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) থেকে বেশ কিছু পোস্ট পেজটিতে করা হয়েছে। আর এসব দেখে নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
মোহাম্মদ শেফায়েত লিখেছেন, ‘এই লোক আর ভালো হবে না।’ আবরার আসিফ লিখেছেন, ‘আজকেও খাইছো?’ মৃদুল আকন্দ লিখেছেন, ‘অনেকদিন যাবত শিরোনামে নাই, ওয়েলকাম ব্যাক।’ মুন্না লিখেছেন, ‘স্টোরি দেখে তাড়াতাড়ি ব্লক দিতে গেলাম, ওমা আইডি দেখি ‘Noble Man’। আমিতো পুরাই অবাক। আর ভেতরে ঢুকে দেখি এই কাণ্ড, কেমনে কি ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আবার আলোচনায় আসার জন্য, এমন ফন্দি বের করেছে নাকি?’
তবে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন করেছেন, নোবেলের আইডি হ্যাক হয়েছে কিনা। একাংশের দাবি, নোবেলের পেজটি হ্যাক হয়েছে। হ্যাকাররা এ ধরনের নোংরা পোস্ট করছেন। আবার কেউ কেউ বলছেন, ‘নোবেলের পেজের রিচ কমে গেছে। প্রতিদিন গড়ে ৪ হাজার অনুসারী কমছে। রিচ বাড়ানোর জন্য এমন ফন্দি করেছে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি নোবেল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com