নেপাল দূতাবাসে সোমবার সকাল ৮টায় জানাজা

লেখক:
প্রকাশ: ৭ years ago

নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্তদের জানাজা সোমবার সকাল ৮টায় নেপালে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হবে। পরে মরদেহগুলো বাংলাদেশে পাঠানো হবে।

১৮ মার্চ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন। সকাল ৮টায় দূতাবাসে জানাজা হবে বলে জানা গেছে। জানাজার পরপরই মরদেহগুলো এয়ারপোর্টে নিয়ে আসা হবে।

এদিকে বিমান দুর্ঘটনায় ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, উম্মে সালমা।

এর আগে শনাক্ত হয়েছিলেন- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।