নেপালের নিয়ন্ত্রণ কক্ষের গাফিলতির জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় এয়ারলাইন্সটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ইমরান আসিফ বলেন, আমরা সন্দেহ করছি কাঠমান্ডুর নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভুল বার্তা দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে একেক সময় একেক রানওয়েতে অবতরণের বার্তা দেওয়া হয়েছে। এ কারণে পাইলটরা বিভ্রান্ত হয়ে থাকতে পারেন।
তিনি বলেন, উড়োজাহাজটির ক্যাপেন্ট আবিদ সুলতান খুবই দক্ষ। তার ১৭শ’ ঘণ্টা একটানা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞা রয়েছে।
এখনও পর্যন্ত তাদের কাছে ৮ জনের মৃত্যুর খবর রয়েছে বলেও জানান আসিফ।
এর আগে দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ। এতে এখন পর্যন্ত ৫০জনের নিহতের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।