সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারানোর পর ফিরতি লড়াইয়েও দাপট দেখাল তারা। ভুটানের থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে আজ বুধবার বিকেলে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের কিশোরীরা।
ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ ছন্দে আসে এবং টানা আক্রমণে এগিয়ে যায় ৩-১ গোলে। বিরতির পরও তারা নিয়ন্ত্রণ ধরে রাখে, যোগ হয় আরেকটি গোল। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তরুণী ফুটবলাররা।
এই জয়ে গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে এখন ট্রফি জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে কিশোরী দলটি।
৩ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৯। সেখানে ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯। বাংলাদেশ হেরেছে শুধু ভারতের কাছে। তবে বাংলাদেশের গোল ব্যবধান যেখানে +৬ সেখানে ভারতের +১৭। তবে শেষ ম্যাচে ভারতকে বাংলাদেশ হারাতে পারলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গোল ব্যবধান কাজে আসবে না।
তখন দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে শিরোপা নির্ধারণ হবে টাইব্রেকারে। যেহেতু বাংলাদেশ-ভারতের ম্যাচটি টুর্নামেন্টের শেষ ম্যাচ, তাই পয়েন্ট সমান হলে টাইব্রেকারেই হবে শিরোপার নিস্পত্তি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com