নেত্রকোনায় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেত্রী নাহীনসহ আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

নেত্রকোনায় জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীনসহ মহিলা দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়ার জেলা মহিলা দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা মহিলা দলের আহ্বায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহীন।

এ সময় বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপক্ষো করে মিছিলটি সামনের দিকে এগোতে চাইলে ড. আরিফা জেসমিন নাহীন, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাফিজা ইসলাম, রেহানা তালুকদার, পারভীন আক্তার, সদস্য মাহমুদা খাতুনসহ মহিলা দলের ৫ নারী নেত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সুপার জয়দেব চৌধুরীর ৫ নেত্রীকে আটকের কথা স্বীকার করে বলেন, জনজীবনে শান্তিশৃঙ্খলা ভঙ্গ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।