নেইমার লিগ ওয়ানের বর্ষসেরা ফুটবলার

:
: ৬ years ago

পিএসজির হয়ে মৌসুমের শেষটা মাঠে থাকতে পারেননি নেইমার। কিন্তু ফ্রান্সের ক্লাব প্রতিযোগিতায় বর্ষসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। নেইমারের প্রতিযোগি ছিল তারই সতীর্থ পিএসজির তারকা কাভানি। কিন্তু পুরস্কারটা লিগে দারুণ খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতেই উঠেছে।

রোববার জমকালো এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকার হাতে পুরস্কার তুলে দেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। এছাড়া লিগ ওয়ানের সেরা একাদশেও আছে নেইমারের নাম।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ফিট হয়ে মাঠে ফেরার লড়াইয়ে আছেন তিনি। দৌড় শুরু করেছেন বল পায়েও। এছাড়া চলতি মৌসুম শেষে পিএসজির দায়িত্ব ছাড়া উনাই এমেরি হয়েছেন লিগ ওয়ানের বর্ষসেরা কোচ।

লিগ ওয়ানের বর্ষসেরার পুরস্কার পাওয়া নেইমার তার দল ছাড়ার গুঞ্জনে বিরক্ত বলে জানিয়েছেন। নেইমারকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমার সেদিকে ইঙ্গিত করে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ এবং ম্যান ইউ জানে কেন আমি পিএসজি এসেছি। এখন আমি শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছি। এটা দলবদল নিয়ে কথা বলার সময় না।’