উনাই এমেরি ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছেন। তবুও বরখাস্ত করা হলো তাকে। তার জায়গায় পিএসজি নতুন কোচের দায়িত্ব দিয়েছেন টমাস টাখেলকে। সাবেক বরুসিয়া ডর্টমুন্ডু কোচ জানিয়েছেন, পিএসজির কৌশল নেইমারকে ঘিরে হবে। নেইমারের অবশ্য পিএসজি ছাড়ার গুঞ্জন আছে। কিন্তু তিনি দল না ছাড়া পর্যন্ত তাকে নিয়েই দলের পরিকল্পনা হওয়াটা স্বাভাবিক।
টমাস টাখেল এরই মধ্যে নেইমারের সঙ্গে দেখা করেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতে থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি তার সঙ্গে গত রোববার দেখা করেছি। এটা গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ ছিল। সে ফুটবলের একজন শিল্পী। বিশ্বের সেরা ফুটবলারদের একজন। আমাদের ম্যাচ জিততে সে দারুণ সহায়তা করবে।'
নেইমারকে ঘিরে কৌশল প্রয়োগ করার কথা জানিয়ে নতুন এই কোচ বলেন, 'আমরা যদি তাকে ঘিরে একটি কৌশল গড়ে তুলতে পারি তবে সে মাঠে তার দারুণ প্রতিভা দেখাতে পারবে। ম্যাচ জেতার মতো দারুণ খেলোয়াড় আমাদের আছে বলেই আমরা মনে করি।'
নেইমারের সঙ্গে টাখেলের প্রথম সাক্ষাৎটা ভালোই হয়েছে, 'প্রথমবারের মতো খুব বন্ধু পরায়ন এবং খোলা মনের এই ফুটবলারের সঙ্গে দেখা করলাম আমি। তার মুখে লেগে থাকা মিচকি হাঁসি দেখেছি। আমরা দু'জন ফুটবল নিয়েই কথা বলেছি। আমি সবসময় ওর মুখের ওই মিচকি হাঁসিটা দেখতে চাই।'
নেইমার গত ফেব্রুয়ারির ২৫ তারিখে পিএসজির হয়ে শেষবার মাঠে নামেন। মার্সেইয়ের বিপক্ষে ওই ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। এরপর এখনো মাঠে নামতে পারেননি নেইমার। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে তাকে দলে দেখা যাবে বলেই সংবাদ মাধ্যমের খবর। এরপর বিশ্বকাপের পরে নেইমার পিএসজির হয়ে খেলবে নাকি দল বদল করবে তা সময়ই বলে দেবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com