নেইমার পিএসজির নেতা, আমি নই: উনাই এমেরি

লেখক:
প্রকাশ: ৭ years ago

পিএসজি দলের নেতা ছিলেন দলটির কোচ উনাই এমেরি। কিন্তু এখন আর নেই। বরং পিএসজি আসার পরে দলটির নেতা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর বার্সেলোনা থেকে যেভাবে তাকে দলে ভেড়ানো হয়েছে সেটাই নেইমারকে নেতার আসান দিয়েছে। পিএসজির কোচ উনাই এমেরি এমনটাই মনে করেন।

বার্সেলোনা থেকে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় পিএসজি। প্যারিসের দলটির স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলা। সে আশা দলটির অপূর্ণ থেকে গেছে। তবে লিগ ওয়ানের শিরোপা বেশ দাপটের সঙ্গেই জিতেছে উনাই এমেরির দল। কিন্তু পিএসজির উপর নিয়ন্ত্রন হারিয়েছেন তিনি।

এমেরি বলেন, ‘আমাকে রিয়ালের সাবেক ক্রীড়া পরিচালক জর্জ ভালদানো বলেছিলেন, বার্সেলোনার নেতা মেসি, রিয়ালের ফ্লোরেন্তিনো পেরেজ, আর অ্যাথলেটিকো মাদ্রিদে তাদের নেতা হলেন কোচ ডিয়াগো সিমিওনে। সুতরাং প্রত্যেক দলেই একজন খেলোয়াড়, সভাপতি নয়তো কোচ নেতার ভূমিকায় থাকেন। আমি জানি কখন দলটির জন্য আমি দায়বদ্ধ ছিলাম এবং কখন থেকে আর নেই। আপনি সবকিছুই সময়ের সঙ্গে শিখবেন এবং অভিজ্ঞ হবেন।’

পিএসজি অর্থের ঝনঝনাকি দেখিয়ে বেশ কিছু তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে। নেইমারের আগে ডি মারিয়াকে দলে টেনেছে। নেইমারের পরপরই কিনেছে এমবাপ্পেকে। অর্থের ঝনঝনানির কারণে পিএসজির নাটাই থাকার কথা সভাপতির হাতে। তবে না। এমেরি বলেন, ‘আমার মতে পিএসজির নেতা নেইমার। আরো জোর দিয়ে বললে নেইমার পুরোপুরি পিএসজির নেতা হওয়ার পথেই আছে।’

এসময় পিএসজি কোচ চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার কারণে পিএসজিতে তার পাপ্য সম্মান পান না বলেও জানান। তিনি বলেন, ‘পিএসজির ড্রেসিং রুমে আমি পুরোপুরি আত্মবিশ্বাস পেতাম না। কিছু সতন্ত্র খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার জন্য আমাকে পুরোপুরি সম্মান করতো না। একজন কোচের জন্য সাফল্য পাওয়া অবশ্যগাম্ভী। আমিও পেপ গার্দিওয়ালা, জিদান কিংবা সিমিওনের মতো হতে চেয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে আমি অনেক কিছু করতে পারিনি।’

নেইমার পিএসজির নেতা হয়েছেন। কিন্তু এই নেইমারকে তো পিএসজিতে এমেরিই নিয়ে এসেছেন। তিনি নেইমারকে দলে আনার ব্যাপারে বলেন, ‘আমি নেইমারকে পিএসজিতে ২০১৬ সালেই আনার চেষ্টা করেছিলাম। তখন তাকে দলে টানার জন্য এতো টাকার দরকার পড়তো না। আমরা ব্যক্তিগতভাবে স্পেনের একটি দ্বীপে নেইমারের ব্যাপারে বেশ ক’বার সাক্ষাৎ করেছি। তবে নেইমার একবছর আগে কেন পিএসজিতে যোগ দেয়নি তা বলা ঠিক হবে না।’

সবকিছু ঠিকঠাক থাকলে নেইমার আজ শুক্রবার প্যারিসে আসবেন। রাশিয়া বিশ্বকাপের আগে পিএসজির হয়ে ম্যাচ খেলারও পরিকল্পনা আছে নেইমারের। পিএসজি কোচ উনাই এমেরি অনেক কথাই বললেন নেইমারকে নিয়ে। আবার তার তথ্য ভান্ডারে আরো কিছু তথ্য আছে বলেও জানান দিয়ে রাখলেন। যদিও তা এমেরি এখনই বলতে রাজি নন।