সাবেক গুরু পেপ গার্দিওলা এবং প্রিয় বন্ধু নেইমারকে আবারও বার্সেলোনায় দেখতে চান ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, ব্রাজিল দলের অধিনায়ককে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও নাকি ফিরে আসতে আগ্রহী। মেসিরও একই চাওয়া; তবে তিনি জানেন এই দুজনকে বার্সায় নিয়ে আসা কতটা কঠিন কাজ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের ফিরে আসার ব্যাপারে তিনি বলেন, 'আমরা বন্ধু, আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, অন্যরা একে অপরের সঙ্গে এতটা সময় কাটায়নি, কিন্তু আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। যাই হোক, আমার কাছে তার প্যারিস ছাড়াটা খুব কঠিন মনে হচ্ছে। পিএসজি ওকে এত সহজে ছেড়ে দেবে না। এটা খুব জটিল।'
উল্লেখ্য, গত মৌসুমে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। কাতালান ক্লাবটিতে মেসি-নেইমারের বন্ধুত্ব ছিল খুব অন্তরঙ্গ; যা এখনও বজায় আছে। এছাড়া ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত কাম্প নউয়ে দারুণ সফল সময় কাটানো গার্দিওলার অধীনে আবারও খেলতে চান বলেও জানান ৩১ বছর বয়সী মেসি।
তিনি বলেন, 'তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। এজন্যই আমি চাইব যে তিনি ফিরে আসুন। কিন্তু আমি আপনাদের বলছি যে, আমার কাছে বিষয়গুলো খুব জটিল মনে হচ্ছে। যদিও এটা কঠিন, আমি গার্দিওলার সঙ্গে আবারও কাজ করতে চাইব।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com