বার্সেলোনায় হয়ে রিভালদো দারুণ পাঁচটি বছর কাটিয়েছেন। ১৫৭ ম্যাচ খেলে করেছেন ৮৬ গোল। কিন্তু নেইমারকে আবার বার্সেলোনায় ফেরার নয় বরং রিয়ালে যাওয়ার কথা বলেছেন রিভালদো। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা এই তারকা মনে করেন, নেইমারের পিএসজি ছেড়ে দেওয়া উচিত।
১৯৯৯ সালে ব্যালন ডি অর জেতা ব্রাজিলিয়ান তারকা রিভালদো বলেন, 'আমি এরইমধ্যে বলেছি, নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারেন। কিন্তু সে যদি পিএসজিতে থাকে তবে এটা অর্জন করতে পারবে না। তাকে পিএসজি ছাড়তে হবে।'
রিভালদো ব্রাজিলের হয়ে ৭৪ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ৩৫ টি। ব্রাজিলের জার্সি পরে সপ্তম সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সেলোনা এবং এসি মিলানে খেলা এই তারকা গ্লোবস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি আমার নিকট জনদের থেকে শুনেছি সে পিএসজি ছাড়তে চায়। তার রিয়ালের যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে বলেও শুনেছি।'
ব্রাজিলের হয়ে গোলের হিসেবে রিভালদোকে ছাড়িয়ে গেছেন নেইমার। এরইমধ্যে করে ফেলেছেন ৫৩ গোল। তবে এখনো বিশ্ব সেরার খেতাব পায়নি নেইমার। সেরা হতে হলে তার রিয়াল যাওয়া উচিত উল্লেখ করে রিভালদো বলেন, 'সে যদি রিয়ালে যায় তবে আমি মনে করি সে বিশ্ব সেরা ফুটবলার হবে।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com