‘নেইমারের আচরণে কষ্ট পেয়েছি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

রাশিয়া বিশ্বকাপে এখনও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। শেষ ষোলোতে যেতে হলে পরের ম্যাচে সার্বিয়াকে হারাতে হবে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটিকে। তবে এরই মধ্যে তিতের সুখের ঘরে ভাঙনের সুর শোনা যাচ্ছে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নেইমার নাকি দলের অপর সিনিয়র সদস্য থিয়েগো সিলভাকে অপমান করেছেন। নেইমারের এহেন আচরণে বেশ কষ্ট পেয়েছেন সিলভা। ব্রাজিল ডিফেন্ডার দেশটির দৈনিক ‘গ্লোবো’কে এমন তথ্য জানিয়েছেন।

কোস্টারিকার বিপক্ষে ঘাম ঝড়িয়েও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের তখন ৮৩ মিনিট চলছে। গোলের জন্য হন্য হয়ে ছুটছেন নেইমার-কুতিনহোরা। এমন সময়, কোস্টারিকা খেলোয়ার পরিবর্তন করায় খেলা থামিয়ে দেন রেফারি। খেলা শুরু হলে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার জন্য কোস্টারিকার দিকেই বল এগিয়ে দেন সিলভা। ব্রাজিল ডিফেন্ডারের স্পোর্টসম্যান বজায় থাকলেও সেটা ভালো লাগেনি নেইমারের। সিলভাকে বেশ কড়া ভাষায় কথা শুনিয়ে দেন তিনি।

 

নেইমারের এমন আচরেণ বেশ বিস্মিত হয়ে পড়েন সিলভা। তিনি বলেন, ‘নেইমার আমার ছোট ভাইয়ের মতো। তাকে সব সময় আগলে রাখার চেষ্টা করি আমি। তবে ম্যাচে তার আচরণে খুবই অপমানিত হয়েছি।’ তবে এজন্য নেইমারকে খুব একটা দোষও দেননি তিনি। সিলভা বলেন, ‘তার উদ্দেশ্য খারাপ ছিল না। কোস্টারিকা তখন সময়ক্ষেপনের চেষ্টা করছিল। তবে অপমান করায় আমার খারাপ লেগেছে।’

কোস্টারিকার বিপক্ষে গোল পাওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন নেইমার। এতো বড় তারকার অতি আবেগ অপ্রয়োজনীয় বলে মনে করেন সিলভা। তিনি বলেন, ‘নেইমার এখন অনেক বড় তারকা। তাকে তার আবেগের উপর আরও নিয়ন্ত্রণ করতে হবে।’