নেইমারদের অনুশীলন দেখতে ব্রাজিলিয়ানদের ভিড়

লেখক:
প্রকাশ: ৬ years ago

নেইমার ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন। রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য পুরো ফিট আছেন তিনি। দলের সঙ্গে পুরো দমে অনুশীলনও করছেন। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের যেন এই সব খবরে মন ভরছে না। পিএসজি তারকা বিশ্বকাপ খেলার জন্য কতটা প্রস্তুত তা দেখতে ভক্তরা ছুটে গেছেন অনুশীলন দেখতে।

রাশিয়া বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ফুটবলাররা ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। আবার প্রত্যাশার চাপও আছে তাদের উপর। গ্যারেঞ্জার টেরেসোপলিসে তাই নেইমার এবং তার সতীর্থদের এক নজর দেখতে ভিড় করেছেন শত শত ভক্ত। তাদের কেউ প্রিয় তারকাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেলেছেন। কেউ আবার না দেখতে পেয়ে চোখের পানি ফেলেছেন।

ভক্তদের জন্য ব্রাজিলের শুক্রবারের অনুশীলন দেখার সুযোগ দেয় কতৃপক্ষ। কিন্তু নেইমারদের দেখার আশায় শত শত ভক্ত ভিড় করেন। তাদের মধ্যে কেউ কেউ সুযোগ পেয়েছে নেইমার-কৌতিনহোদের দেখার। কিন্তু বেশির ভাগই বঞ্চিত হয়েছেন ওই সুযোগ থেকে। নেইমারদের অনুশীলন দেখতে না পারলেও ভক্তরা অবশ্য তাদের বিশ্বকাপ জেতার মুহূর্ত দেখতে চান।