নেইমারের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। রিয়ালের আসার ব্যাপারে বলতে গেলে এখনো কিছুই হয়নি। এরই মধ্যে নেইমার রিয়ালে আসলে লস ব্লাঙ্কোসদের জার্সিতে কেমন লাগবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে।
নেইমারের গায়ে রিয়ালের জার্সি পরিয়ে ট্রায়ালও দিয়ে দিয়েছে মার্কা। এছাড়া অর্ধেক রিয়াল অর্ধেক পিএসজির ছবিও ফটো গ্যালারিতে দিয়েছে সংবাদ মাধ্যমটি।
ছাড়া রিয়াল মাদ্রিদ এবং পিএসজির স্পন্সর ফ্লাই এমিরেটস। দু'দলেরই জার্সির সামনে এমিরেটস খেলা। শুধু রিয়ালের জার্সি সাদা আর পিএসজির জার্সি মেরুন রংয়ের। পিএসজির জার্সির সামনেরটা সাদা করেও ছবি বানিয়ে নিজেদের সাইটের ফটো গ্যালারিতে দিয়েছে মার্কা।
এরপর নেইমারের পিএসজি জার্সির পাশের অংশে রিয়াল জার্সির রঙ বসিয়ে ছবি করা হয়েছে। রিয়ালের জার্সি পরিয়ে ফেঞ্চ কাটের দাঁড়ি করানো নেইমারের ছবিও আছে সেখানে। বুঝিয়েছে নেইমার পিএসজি ছেড়ে আসলে প্যারিসের স্মৃতি স্বরূপ ফেঞ্চ কাটটা করাবে।
এছাড়া নেইমার-জিদান এবং ফ্লেরেন্তিনো পেরেজের ছবি মাঝখানে দিয়ে পাশে দিয়েছে কিছু টাকার ছবি। তাতে সাবেক কিছু তারকা খেলোয়াড়ের ছবি।এ দিয়ে মার্কা নিশ্চয় বোঝাতে চেয়েছে টাকা ঢেললে নেইমারকে কেনা যায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com