‘নেইমারকে থামানোর উপায় জানা নেই’

লেখক:
প্রকাশ: ৬ years ago

ব্রাজিল তারকা নেইমার খেলেন লেফট উইংয়ে। নেইমারের নিচে লেফট ব্যাকে আছেন মার্সেলো কিংবা ফিলিপে লুইস। আর ব্রাজিল প্লে মেকার ফিলিপে কৌতিনহোও খেলেন মিডফিল্ডে নেইমারের পাশে। ব্রাজিলের বাঁ পাশ দিয়ে আক্রমণে ওঠা তাই প্রতিপক্ষের জন্য চিন্তার বিষয়। আর ব্রাজিলের বাম উইংয়ের আক্রমণ ঠেকানোর দায়িত্বে থাকবেন বেলজিয়াম রাইট ব্যাক থমাস মিউনিয়ের।

বেলজিয়াম ডিফেন্ডার ব্রাজিল তারকা নিয়ে জানিয়েছেন, নেইমারকে আটকানোর উপায় তার জানা নেই। বেলজিয়াম দলের খেলোয়াদের মধ্যে নেইমারকে হয়তো সবচেয়ে বেশি চেনা মিউনিয়েরের। নেইমারের পিএসজি সতীর্থ তিনি। নেইমারকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে তার। আর তাই তিনি জানিয়েছেন, নেইমারকে কিভাবে চোখে চোখে রাখতে হয় তা তার জানা নেই।

মিউনিয়ের বলেন, ‘আমার জানা নেই কিভাবে নেইমারকে আটকে রাখা যায়। সে খুব দূর্বোধ্য। সম্ভবত আমার সঙ্গে এবং বিপক্ষে খেলা বিশ্বের সেরা ফুটবলার সে। তাকে রুখতে আমি আমার সেরাটা দেবো। আমি জানি যে, তাদের হারিয়ে সেমিতে যাওয়ার সুযোগ আমাদের আছে। কিন্তু আমি এও জানি নেইমারকে ঠেকানো কত কঠিন কাজ।’

নেইমার শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর জালে একটি গোল দিয়েছেন। গোলে সহায়তা করেছেন আরও একটি। এছাড়া মাঠে নেমেই গোল করেছেন রর্বাতো ফিরমিনো। দুটি গোল আছে কৌতিনহোর নামের পাশে। মিউনিয়েরের মতে শুধু নেইমারকে নয় ব্রাজিল দলের কৌতিনহো, ফিরমিনো, জেসুস, মার্সেলো সবাইকে ঠেকানোই কঠিন। পুরো ব্রাজিল দলকে আটকানোই কঠিন বলে মনে করেন তিনি।