নুসরাত হত্যা মামলায় আরও ২ ছাত্রী আটক

:
: ৫ years ago

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গত রাতে ওই মাদ্রাসার আলীম পরীক্ষার্থী কামরুন নাহার এবং আজ দুপুরে জান্নাতুল আফরোজকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রাতে ফেনী শহর থেকে কামরুন নাহারকে আটক করে পিবিআই। এরপর মঙ্গলবার দুপুরে আলীম পরীক্ষা দিয়ে মাদ্রাসা থেকে বের হওয়ার সময় জান্নাতুল আফরোজকে আটক করা হয়।

এদিকে আটক উম্মে সুলতানা পপি, ছদ্মনাম শম্পা বর্তমানে রিমান্ডে আছেন। গত দুই দিনে এই হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হলো।

নুসরাত হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের ভাগ্নি হন জান্নাতুল আফরোজ।

আসামি শাহাদাত হোসেন ওরফে শামীম ও নুর উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে এই ছাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছে পিবিআই।

গত ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত জাহান রাফি।