নীল সবুজে ঝর্ণার গান

লেখক:
প্রকাশ: ৪ years ago

নীল সবুজে ঝর্ণার গান

মোঃ নুরুজ্জামান

——————————-
আলোর লুকোচুরি সাঁঝের বেলায়
আঁধারের সাতকাহন লুফে নেয়
নিয়নের ঝলমলে রঙ।
নীলাভে সবুজে ভরপুর আঙিনা
বিষাদের কালো মেঘ ঢেকে দেয়
আলোর চাদর।
বলা না বলার নৈর্ব্যক্তিকতা
পুষ্পাধারের তলানীতে মেখে যায়।
ঝিঁঝিঁ দলের তানপুরায়
বেদনার অবিরাম ঝংকার
অপলক নেশার ঘোরে
হিমাদ্রি টলটলয়মান।
কিছু মেঘ উবে যায়, বেদনায়
ছায়াবীথি সাথী হয়
সুরের নীল রঙে, মায়ার পেলবে।
শীতল বাতাস জমে বদ্ধ কপাট
ঝরনারা খেলা করে
হৃদয়ের করিডোরে, অসীম শুণ্যতায়।
মোঃ নুরুজ্জামান
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল ও ডিভিশনাল ভুসম্পত্তি অফিসার,রাজশাহী।