নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করবে: উত্তর কোরিয়া

লেখক:
প্রকাশ: ৭ years ago

আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে দেশটি জানিয়ে দিয়েছে, নতুন নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করবে।

উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে পিয়ংইয়ং জানিয়েছে, এটি বিদ্বেষপূর্ণ, অনৈতিক এবং অমানবিক আচরণ। কোন নিষেধাজ্ঞাই আমাদের থামাতে পারবে না।

এর আগে, শুক্রবার উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে সর্বশেষ তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালায়। এটি ৩,৭০০ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে এক দ্বীপে গিয়ে আঘাত করে। মার্কিন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামকে লক্ষ্যবস্তু করে এ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে বলে উত্তর কোরিয়া দাবি করে।

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার পরপরই এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নিরাপত্তা পরিষদে নিন্দা জানানো হয়েছে।  তবে সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-র মাধ্যেম দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকার ও তার সহযোগীদের নিষেধাজ্ঞা আরোপ আমাদের রাষ্ট্রের পারমাণবিক কর্মসূচিকে আরও বেগবান করবে।

সূত্র: বিবিসি