নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমমন্ত্রী এ কথা বলেন।
ইউটিউব চ্যানেল সোলভাইভকে দেওয়া সাক্ষাতকারে সের্গেই ল্যাভরভ বলেন, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো ইচ্ছে রাশিয়ার নেই। তবে সম্ভাব্য যে কোনো পরিণামের জন্য প্রস্তুতি জরুরি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্নের দিকে রাশিয়া এগুচ্ছে কিনা? এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আমরা।
তিনি বলেন, আমরা বিশ্ব থেকে আলাদা হতে চাই না। কিন্তু অবশ্যই আমাদের বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আপনি যদি শান্তি চান; তাহলে যুদ্ধের প্রস্তুতি নিন।
বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি ইস্যুকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ওই খবরের পরিপ্রেক্ষিতে ল্যাভরভ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রতিবেদনে বলা হয়, ১০ ফেব্রুয়ারি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইইউভুক্ত দেশগুলো রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠকে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার বিষয়ে কেউই আপত্তি জানায়নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com