নির্বাচন কমিশন কারও আজ্ঞাবহ নয় : সিইসি

লেখক:
প্রকাশ: ৬ years ago
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন কারও আজ্ঞাবহ নয়। সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

রবিবার বিকালে খুলনা জেলা নির্বাচন অফিসে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য কমিশন কাজ করে যাচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।