নির্বাচনের জন্য কাউকে ডেকে আনা হবে না: আইনমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago
আনিসুল হক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা অন্য সব টাকা আত্মসাৎ করতে করতে এতিমের টাকাও খেয়েছে। আর আওয়ামী লীগ দেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোলমডেল বলা হয়।’

শুক্রবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার ঘোলখার রানীখার উচ্চ বিদ্যালয় মাঠে ঘোলখার গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘এ বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সেই অনুযায়ী নির্বাচন হবে শেখ হাসিনার সরকারের অধীনে। এতে কারও কোনো অন্যায় দাবি মানা হবে না। আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করে দেওয়া। নির্বাচনের জন্য কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে আনা হবে না।’

ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির, সেলিম ভূঁইয়া প্রমুখ।

মন্ত্রী পরে আখাউড়া বনগজ সড়কের একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন।