নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- বরিশাল রেঞ্জ ডিআইজি

লেখক:
প্রকাশ: ৬ years ago

বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সড়ক দুঘর্টনা রোধ করতে হলে চালক ও পথচারীদের সর্তক অবস্থায় রাস্তায় চলাচল করতে হবে, তা হলে অধিকাংশ সড়ক দুরঘর্টনা রোধ হবে।

আজ শনিবার সকালে বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসতেনতা মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, অতিরিক্ক পুলিশ সুপার গৌরনদী সার্কেল মোঃ আঃ রব হাওলাদার, বরিশাল বিআরটি সার্কেলের সহকারী পরিচালক মোঃ শাহ আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আফতাফ হোসেন, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইটএম জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।

বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, সার্জেন মোঃ আসাদ, মোঃ মাসুম হোসেন, তরিকুল ইসলামসহ শিক্ষার্থী, চালক ও সরকারী কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় তিন শতাধিক চালক, স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।