নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

:
: ৬ years ago

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে ৭জুন বৃহস্পতিবার টাঙ্গাইল ভিক্টোরিয়া ফুড জোন অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি।

ইফতার পূর্ব “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করনীয়” শীর্ষক আলোচনায় মূলবক্তব্য প্রদান করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জামিলুর রহমান মিরন। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগ সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল হক, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহন আইন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা কমানোর ব্যাপারে জোড়ারোপ করেন।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সিএনজি ও অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ প্রতিনিধিবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।