'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ জন নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে।রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, নাবিকদের এখন তাদের দেশে ফেরানো হবে।
আপাতত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, “উনারা বুখারেস্টে পৌঁছানোর পর এখানে থাকবেন। পরে ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার আগে নাবিকদের সাথে আমরা কথা বলব।
“উনারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন, বিশ্রাম প্রয়োজন। উনাদের সাথে আলাপ করেই দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করা হবে।”
গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।
এরপর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।
এর আগে ইউক্রেন থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ২৮ নাবিক নিরাপদে মলদোভার সীমান্তে পৌঁছান। পরে তারা রোমানিয়ার উদ্দেশে রওনা হন। আজ সকালে তারা নিরাপদে রোমানিয়ায় পৌঁছান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com