ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ ওঠেছে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে। তবে এ অভিযোগের ব্যাখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানালো মস্কো। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি রোববার এক টুইট বার্তায় বুচা নিয়ে ইউক্রেনের উগ্রপন্থিরা যে মিথ্যাচার করছে সে বিষয়ের আলোকে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানান।
ইউক্রেনের বুচা শহরে কয়েকটি গণকবরের সন্ধান ও শত শত বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের পর পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার জন্য সরাসরি মস্কোকে দায়ী করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনীর প্রত্যাহারের পর বুচা শহরে ৪১০টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। আর এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসেরও বেশি সময় ধরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে দেশটিতে কয়েকশ মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com