ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবুর মোবাইল নম্বর হ্যাক করেছেন কথিত ডিএমপি মিডিয়া সেন্টারের ডিআইজি মাসুদ। পরে আব্দুল্লাহ আবুর পরিবারকে মিথ্যা তথ্য দিয়ে ভয় দেখানো হয়েছে। আব্দুল্লাহ আবু এক্সিডেন্ট করে আইসিইউতে আছেন বলে তার পরিবারকে জানানো হয়েছে। নিরাপত্তা চেয়ে রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল্লাহ আবু।
জিডি সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর সকাল ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিআইজি মাসুদ পরিচয় দিয়ে আব্দুল্লাহ আবুর মোবাইল ফোনে কল করা হয়। তিনি (আবু) কয়টি নম্বর থেকে কথা বলেন এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি দুটি নম্বর ব্যবহার করার কথা জানান। আব্দুল্লাহ আবু কার কার সঙ্গে প্রতিনিয়ত বেশি কথা বলেন সেই নম্বরগুলো জানতে চান মাসুদ। এত তথ্য জানতে চাচ্ছেন কেন, জানতে চাইলে মাসুদ বলেন, ‘আপনার নম্বরগুলো আপগ্রেড করছি, নিরাপত্তার বিষয় আছে।’ তখন তিনি তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে কাজী আহসান উল্লাহ শিবলীর ব্যবহৃত মোবাইল নম্বর দেন। তখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে কিছু ডিজিট চাপতে বলা হয়। তখন তিনি ডিজিট চাপ দিলে ফোন কেটে যায়। পরবর্তীতে তার ছেলে কাজী আহসান উল্লাহ শিবলীকে ফোন করে জানানো হয়, তার বাবা (আব্দুল্লাহ আবু) এক্সিডেন্ট করেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। দ্রুত হাসপাতালে আসতে বলা হয় শিবলীকে। একইভাবে অন্য কেউ ফোন করে আব্দুল্লাহ আবুর পরিবারের সদস্যদেরকে মিথ্যা তথ্য দিয়ে ভয় দেখান।
এ বিষয়ে আব্দুল্লাহ আবু বলেন, ‘পিপি হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলা পরিচালনা করছি। আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জন্য মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ডেকে নিয়ে অবৈধভাবে আটকসহ জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এই দূরভিসন্ধিমূলক অপরাধ করেছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com