মোঃ শাহাজাদা হিরা: গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল এর উদ্যোগে নগরীর জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধু উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরনে জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত হওয়ায় এই আনন্দ শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রায় বরিশালের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যা লিটি বরিশাল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানে এসে সমাপ্তি করেন। পরে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান ও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. কামরুল আমীন সহ অন্যান্যরা। এই উৎসব চলবে ৭ দিন ব্যাপি। অলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। এ উপলক্ষ্যে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com