নিম্নমানের বিটুমিন দিয়ে রাস্তার সংস্কার কাজের অপচেষ্টা প্রতিহত করেছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তিলনা ইউনিয়নের হরিপুর মোড় হতে চকগোপাল মোড় পর্যন্ত প্রায় ২৯০০ মিটার পাকা রাস্তার সংস্কার কাজের ঠিকাদার নিযুক্ত করা হয়। উক্ত কাজে বাংলাদেশি বিটুমিন ব্যবহারের নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা অমান্য করে অধিক মুনাফার লোভে আরব আমিরাতের নিম্নমানের বিটুমিন ব্যবহার করেই কাজ চালিয়ে যায়। এ সময় এলাকার মানুষ এতে নিষেধ করলেও তারা তা তোয়াক্কা না করেই কার্পেটিং কাজ করতে থাকে।
এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীকে অবগত করলে তিনি শুক্রবার বিকালে সরজমিনে ওই রাস্তা পরিদর্শন করেন। এসময় তিনি বিদেশি বিটুমিন ব্যবহারের সত্যতা পান। পরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর জরুরী হস্তক্ষেপে ঠিকাদার ওই রাস্তার সাইটে মজুদ রাখা ৩০ ড্রাম বিটুমিন শনিবারে সরিয়ে ফেলতে বাধ্য হয়।
তদারককারী দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী আরশাদ আলীর সঙ্গে কথা হলে তিনি ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত এলজিইডির লোকজনের চোখ ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার সাইটে ওই নিম্নমানের বিটুমিন মজুদ করে ছিল। বর্তমানে এলজিইডি কর্তৃপক্ষের লোকজনের উপস্থিতি ও কড়া নজরদারীর মধ্যে দিয়ে সঠিকভাবে কাজ করা হচ্ছে।
ঠিকাদার মতিউর রহমান সত্যতা স্বীকার বলেন, তারা নিম্নমানের বিটুমিন সরিয়ে ফেলে উন্নত বিটুমিন দ্বারা ওই রাস্তার সংস্কার কাজ করছেন। তবে এলজিইডি কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে তারা ওই বিটুমিনগুলি সংগ্রহ করেছিলেন বলে জানান।