নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সময় ভারতের কেরালা রাজ্যে এক নার্সের মৃত্যু হয়েছে।
সোমবার পরোমব্রো তালুক হাসপাতালে লিনি (৩১) নামের এই নার্সের মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
লিনির মৃত্যুর মধ্য দিয়ে রাজ্যে এখন পর্যন্ত নিপাহতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার ছয়জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা দাঁড়ায় ৯ জনে।
স্বামী ও সন্তানের শেষ দেখাটা পর্যন্ত পাননি এই নার্স। রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শহরেই তার মরদেহ বৈদ্যুতিক প্রক্রিয়ায় দাহ করার জন্য স্বাস্থ্য বিভাগকে অনুমতি দেয় তার পরিবার।
নিহত লিনির মায়ের সম্পর্কের আত্মীয় ভি বালান বলেন, শেষ দিন সে বুঝতে পেরেছিল তার মৃত্যু আসন্ন। বেঁচে থাকতে সে মানুষের উপকার করতো; জীবনটাও পরের জন্য বিলিয়ে দিয়ে গেল।
পাঁচ এবং দুই বছর বয়সী দুই সন্তান রেখে চির বিদায় নেওয়া এই নারীর স্বামী স্ত্রীর খবর পেয়ে কর্মস্থল থেকে দুইদিন আগেই বাসায় ফিরেছেন; তবে তাদের আর শেষ দেখা হয়নি।
রাজ্যটিতে নিপাহতে আক্রান্তদের মধ্যে দুইজনের অবস্থা এই মুহূর্তে গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
নিপাহতে আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে প্রাথমিকভাবে জ্বর, বমি ও মাথা ব্যথার কথা উল্লেখ করা হয়। এখনও পর্যন্ত এ রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়নি।
নিপাহ ভাইরাস শরীরে প্রবেশ করা ব্যক্তিদের ৭০ ভাগই মৃত্যুবরণ করে থাকেন। এ জীবানু প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে প্রবেশ করে থাকে। বিশ্বস্বাস্থ্য সংস্থার ১০ ঝুঁকিপূর্ণ রোগের তালিকায় রয়েছে নিপাহ ভাইরাস।
কেরালায় কর্তৃপক্ষ এরই মধ্যে এ রোগের নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।