মোরশেদ আলম কেশবপুর যশোর প্রতিনিধি:: কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় যশোরের কেশবপুরে সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মিলন মিত্রের অর্থায়নে মঙ্গলবার সকালে ৫ শত ৩৪ জন প্রতিবন্ধীকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।
করোনা ভাইরাস প্রতিরোধে অতিদরিদ্র ৫ শত ৩৪ জন প্রতিবন্ধীর প্রতিজনকে নিজস্ব অর্থায়নে ৫ কেজি করে চাউল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাউল, ১ লিটার করে সয়াবিন তৈল ও ১ টি করে সাবান বিতরণ করেন সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মিলন মিত্র।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী এ এফ এম শফি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, ব্যাবসায়ী স্বপন বিশ্বাস, পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান মিল্টন, সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সোহেলী সুলতানা, আসাদুজ্জামান, হোসনেআরা, লিলিমা বিশ্বাস, আসমা আক্তার, মিতালী অধিকারী, অনুপ বসু, সুজন চত্রবর্তী, ছবি বিশ্বাস, কানিজ ফাতেমা, আবু জাফর রানা, মহাতাপ প্রমুখ ।