নিজের মেয়েকে এপিএস বানালেন প্রতিমন্ত্রী কেরামত

লেখক:
প্রকাশ: ৬ years ago

 

মেয়েকে নিজের সহকারী একান্ত সচিব (এপিএস) করেছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

কেরামত আলীর অভিপ্রায় অনুযায়ী তার মেয়ে কানিজ ফাতেমা চৈতিকে এপিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী হিসেবে কেরামত আলী যতদিন পদে থাকবেন বা তার অভিপ্রায় অনুযায়ী চৈতি এপিএস পদে বহাল থাকবেন। চৈতি কেরামত আলীর একমাত্র মেয়ে।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীকে গত ৩ জানুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

একজন প্রতিমন্ত্রী সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব (পিএস) হিসেবে পান। এছাড়া পছন্দমতো একজনকে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিতে পারেন।

এছাড়া বেতন কাঠামোর ১০ম গ্রেডে দুজন ব্যক্তিগত কর্মকর্তা অথবা ১৪তম গ্রেডে ব্যক্তিগত সহকারী এবং দুজন এমএলএসএস (অফিস সহায়ক) এবং একজন বাবুর্চি নিয়োগ দিতে পারেন প্রতিমন্ত্রী।

এর বাইরে একজন ‘জমাদার’ এবং ‘অর্ডারলি’ হিসেবে আরও একজনকে নিয়োগের ক্ষমতা প্রতিমন্ত্রীর হাতে রয়েছে।