গত (১৯মার্চ) বৃহস্পতিবার পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষ বরিশালে বিএমপি’র সকল বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন ।
সভাপতি পুলিশ কমিশনার আরও বলেন, “যাদের কোয়ারান্টাইন এ থাকার জন্য নির্দেশ রয়েছে তাঁরা যদি তা অমান্য করেন, তবে এ সমাজ ও দেশের স্বার্থে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ”
এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি মোঃ জুলফিকার আলী হায়দার , উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ জাহাঙ্গির মল্লিক ,উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম,সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) বিএমপি মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com