নিজেকে সেরা মানতে নারাজ জিদান

:
: ৭ years ago

আন্তোনিও কন্তে আর মাসিমিলিয়ানো অ্যালেগ্রির মত কোচকে বড় ব্যবধানে পেছনে ফেলেই ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন জিনেদিন জিদান। তারপরও নিজেকে সেরা মানতে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ। ফরাসি এই কিংবদন্তী বলছেন, তার মত অনভিজ্ঞ একজনকে এখনই সেরার তকমা দিয়ে দেয়া ঠিক নয়।

বড় মানুষরা সব সময় বিনয়ীই হন। জিনেদিন জিদান তার উৎকৃষ্ট উদাহরণ। রিয়ালকে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই ফ্রেঞ্চম্যান বর্ষসেরা কোচ হওয়ার প্রসঙ্গে বলেছেন, ‘আমি জানি না, আপনারা (মিডিয়া) এটা নিয়ে কেন কথা বলছেন। আমি এই পুরস্কার নিয়েছি এবং আমি বিশ্বাস করি এটা আমার কাজের পুরস্কার।’

তবে নিজেকে সেরা মানতে নারাজ জিদান। রিয়াল কোচ বলেন, ‘আমরা এই দল নিয়ে অনেক কিছু জিতেছি। দিনশেষে এতে আমি খুশি। এটা বলব না যে আমি এটার যোগ্য ছিলাম না। আমার এটা প্রাপ্য ছিল, পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আমি বিশ্বের সেরা কোচ কি না। আমি বলব, না। এটাই আমার শেষ কথা।’

বিশ্বের সেরা কোচ হওয়ার জন্য আরও অনেকটা সময় তাকে নিজের কাজটা করে যেতে হবে, মনে করছেন জিদান। নিজেকে এই আঙিনায় অনভিজ্ঞ বলছেন তিনি, ‘আমার মনে হয়, অন্যরা আমার চেয়ে ভালো। যদি দশ বছর আমি এভাবে প্রস্তুতি নেই এবং জিতি, তবে কথা বলা যাবে। এখন এটা নিয়ে কথা বলার সময় হয়নি।’