তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে নিজস্ব মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুফল পেতেই এ পরিকল্পনা হাতে নিচ্ছে দেশ দুটি। বৃহস্পতিবার দুই নেতার টেলিফোন আলাপে এ বিষয়ে আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু হলে তেহরান ও আংকারার সম্পর্কে আরো গতি আসবে।
আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় নিয়ে রুহানি বলেন, এ অঞ্চলে ইরান ও তুরস্ক বেশকিছু অভিন্ন হুমকির মুখে রয়েছে; ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকা দরকার।
ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকীতে ইরানের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়ে তেহরান এবং আংকারার মধ্যে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনিও দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর ফলে দুই দেশের সম্পর্কে বড় রকমের উন্নতি হবে।
এছাড়া রাশিয়ার সোচি শহরে সিরিয়াবিষয়ক সম্মেলনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্টকে আসন্ন ত্রিপক্ষীয় ইস্তাম্বুল বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। এর আগে এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে কবে ত্রিপক্ষীয় এ শীর্ষ বৈঠক হবে তা এখনো জানা যায়নি।