নিখোঁজের ১৮ দিনেও মেলেনি গৃহবধূ সেলিনার খোঁজ

লেখক:
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি সেলিনা (৩৫) নামের এক গৃহবধূর। নিখোঁজের দুইদিন পর গত ১৩ আগস্ট এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গৃহবধূর স্বামী মোস্তফা ইসলাম।

 

জানা যায়, সেলিনা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নে ফেসাডাঙ্গীর আব্দুল রহমান বিহারুর মেয়ে। মোস্তফা একই উপজেলার মন্দিরপাড়া এলাকার বাসিন্দা। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মোস্তফা বলেন, কাজের প্রয়োজনে সেদিন বাহিরে ছিলাম। বাসায় এসে দেখি স্ত্রী নেই। বড় মেয়েকে জিজ্ঞাসা করলে সেও কিছু বলতে পারেনি।

 

তিনি আরও বলেন, প্রতিবেশীর বাসায় গেছে ভেবে তেমন চিন্তা করিনি। রাতেও ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু করি। সব জায়গায় খোঁজার পরেও না পেলে থানায় সাধারণ ডায়েরি করি। কিন্তু ১৮ দিন পরেও তার খোঁজ পেলাম না।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। দ্রুতই গৃহবধূ নিখোঁজের রহস্য বের করবে পুলিশ।