রাজধানী ঢাকা থেকে নিখোঁজ এক মাদরাসা ছাত্রীকে ১০ দিন পর বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মামা মাহাবুব খান ও ফুফা হাবিবুল্লাসহ স্বজনদের হাতে তাকে তুলে দেয়া হয়।
গত ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঢাকার বাড্ডা এলাকার নিজ বাসা থেকে পার্শ্ববর্তী আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী মেসবাতুল জান্নাত অথৈ (১৪) প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর তার মা জেসমিন আক্তার এ ব্যাপারে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়রি করেন।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সাধারণ ডায়রির সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়ার পশ্চিম চাখার সড়ক থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে থানা পুলিশ। তারপর পরিচয় নিশ্চিত হয়ে তার স্বজনদের খবর দেয়া হয়। আজ বেলা ১১টার দিকে তাকে স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com