অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মোড়কে মূল্য লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রাজধানীর নিউমার্কেট এলাকার ছয় ফাস্টফুড দোকানের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- কিংস ফাস্টফুড, ওয়েলকাম ফাস্টফুড, সৈকত ফাস্টফুড, ক্যাপিটাল ফাস্টফুড, রাফি জুসবার এবং ক্যাপ্রি ফাস্টফুড।
রোববার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানগুলো প্রত্যেককে ২০ হাজার করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা এবং রজবী নাহার রজনী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১ ও ১১ এর সদস্যরা।