রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত কুরিয়ার কর্মী নাহিদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মো. আলাউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নাহিদ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যানের চাকরি করতেন। তার বাসা কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ির এলাকায়। তার বাবার নাম নাদিম হাসান। সোমবার সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে আসেন নাহিদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পান তার স্ত্রী।
আরও জানা যায়, শুভ নামে একজন সোমবার দুপুরের দিকে আহত অবস্থায় নাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। শুভ জানিয়েছিলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com