নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল-এ নতুন করে সদস্যপদ পেলেন তিনজন। আগ্রহীদের আবেদনপত্র যাছাই-বাছাই শেষে অনাড়ম্বর পরিবেশের মধ্যদিয়ে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ভোটে নির্ধারিত ভোট পেয়ে সদস্যপদ লাভ করেন দৈনিক আলোকিত বরিশাল’র বার্তা সম্পাদক ও আনন্দ টেলিভিশন বরিশালের প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক এইচএম হেলাল এবং সাপ্তাহিক অগ্রযাত্রা’র বার্তা সম্পাদক আল আমিন গাজী।
আজ (১ মে) মঙ্গলবার এক বিশেষ সভায় সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে সদস্যপদ প্রাপ্তির আবেদন যাছাই-বাছাই ও ভোট অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম.কে রানা, আল আমিন জুয়েল, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান, হুমায়ূন কবির রোকন, রিয়াজ পাটোয়ারী, আমিনুল শাহীন প্রমুখ।
সংগঠনের বিশেষ সভার পাশাপাশি মহান শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন ইত্তেফাক বরিশাল অফিসের স্টাফ করেসপন্ডেন্ট শাহীন হাফিজ, কোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম নয়ন, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সদস্য নাসিমুল হক, বরিশাল হেলথ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ বাবু, সাধারণ সম্পাদক তালুকদার হৃদয়, হেলথ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক খান রুবেল, সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নবসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ও সংবাদপত্রের মান অক্ষুন্ন রাখতে সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বরিশালের সাংবাদিকরা ঐক্যবদ্ধতা অটুট রেখে চলছে। এভাবে চলতে পারলে বরিশালের সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জল হবে।
পড়ন্ত বিকেলে ট্রলার ভ্রমনের মাধ্যমে শেষ হয় নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের আয়োজন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com