পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমস্যায় ফেলে দিয়ে শেষ মুহূর্তে নিজেদের সফর স্থগিত করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিলো দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর খানিক আগে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে পুরো সফরই স্থগিত করে দিয়েছে কিউইরা।
নিউজিল্যান্ড দল চলে যাওয়ার পর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর নিয়ে ভাবতে শুরু করেছে। পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা সরাসরিই বলেছেন, এখন ইংল্যান্ডের পাকিস্তান সফরের আশা দেখছেন না তিনি। যার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিতেও আসছে বড় ধাক্কা।
সেই ক্ষতি পুষিয়ে নিতে বিশ্বকাপের আগের সময়টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে অন্য দুইটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলো পিসিবি। নিউজিল্যান্ড দল সফর স্থগিত করে দেয়ার পর বিসিবি ও এসএলসির কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছিল তারা।
কিন্তু বিশ্বকাপের আগে এখন সময় খুব কম থাকায় বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে পারছে না তারা। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন এ তথ্য। তবে তিনি এখনও আশাবাদী, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল।
ওয়াসিম খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো। দুই দেশেরই এখানে এসে খেলার অনেক ইচ্ছা ছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত এখন সময় খুবই কম। বাংলাদেশের খেলোয়াড়রা ছুটিতে চলে গেছে এবং শ্রীলঙ্কা শিগগিরই ওমান চলে যাবে। তাই আমাদের সামনে কোনো পথ খোলা নেই।’
এদিকে নিউজিল্যান্ডের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও দেখছেন না পিসিবি প্রধান নির্বাহী, ‘যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজ ছিলো। তাই নিউজিল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা খুবই কম। আমরা শুধু আইসিসি বোর্ড সভায় নিশ্চয়তা চাইতে পারি যে, পরবর্তীতে যেনো এমন কিছু না হয়।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com