যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গভর্নরের বরাতে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯। গতকালও একদিনে সেখানে ৬৩০ জন করোনা রোগী প্রাণ হারান।
প্রায় ছয়শ মৃত্যু ছাড়াও নিউইয়র্কে গত একদিনে আরও ৮ হাজার ৩২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শুধু ওই অঙ্গরাজ্যটিতেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১২ লাখ ২২ হাজার ৩১ জন। উল্লেখ, বিশ্বে সর্বোচ্চ প্রায় সোয়া তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত।
নিউইয়র্কের গভর্নর কুমো আজকের প্রেসি ব্রিফিংয়ে বলেন, রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় নিজেদের কার্যক্রম চালাতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে হাসপাতালগুলো। করোনা সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি যে কোনদিকে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে না।’
এর আগে গতকালের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী ৪ থেকে ১৪ দিনের মধ্যে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে। উল্লেখ্য, করোনায় বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে। আর আক্রান্তে প্রথম। দেশটিতে করোনায় ৯ হাজার ১৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
শুধু মৃত্যু নয় আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ শনাক্ত সোয়া ৩ লাখ মানুষের মধ্যে ১ লাখ ২৫ হাজারই নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com