নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন সেই এসি ল্যান্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাকবিতণ্ডার জের ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়। এসময় আদালত তাকে সতর্কও করে দেয়।

বৃহস্পতিবার লিখিত আকারে ক্ষমা প্রার্থনা করে আবেদন করলে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার আদালতে হাজির হয়ে মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত লিখিত আকারে দিতে বলে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কক্ষে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে একদিনের কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার বিরোদা রানী রায়। পরে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে স্থানীয় আইনজীবী সমিতি।