নায়ক হয়ে গায়ক তাহসান ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন গত বছর। দেশে ও দেশের বাইরে টানা শুটিং করে সেই ছবির কাজ শেষ করেছেনও তিনি। শুটিংয়ের সময়ই শোনা যায়, বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। গায়ক ও ছোট পর্দার অভিনয়শিল্পী তাহসানের দেখা মিলবে বড় পর্দার নায়ক হিসেবে। ভক্তরাও বেশ আগ্রহী, কবে নায়ক তাহসানের দেখা পাবেন। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, আগামী ১ মার্চ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাহসানের এই সিনেমা।
জানা গেছে, বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেই সময়ে ছবিটি মুক্তি দিতে চাননি কেউই। নতুন বছরের শুরুতে জানা যায়, ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’। কিন্তু ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে দুটি আকাঙ্ক্ষিত সিনেমা। ছবি দুটি হচ্ছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ও বিদুলা ভট্টাচার্যের ‘প্রেম আমার টু’। ছবিগুলোর অভিনয়শিল্পীরা হলেন তিশা, সিয়াম আহমেদ, পূজা চেরি, আদ্রিত রায়। ১৫ ফেব্রুয়ারি ‘যদি একদিন’ সিনেমার মুক্তির দিনক্ষণ ঠিকও ছিল। একই দিনে তৌকীর আহমেদ তাঁর নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির সিদ্ধান্ত নিলে রাজ তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেন। বললেন, ‘তৌকীর ভাই আমাদের অগ্রজ, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দিই। তা না হলেই নায়ক তাহসানকে সেদিনই পর্দায় দেখতে পেতেন ভক্ত ও দর্শকেরা। এখন আর কিছুদিনের অপেক্ষায় থাকতে হবে।’
মুক্তির আগে ‘যদি একদিন’ ছবিটি গতকাল বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্রের জন্য জমাও হয়েছে বলে জানা গেছে। সিনেমা এখনো মুক্তি না পেলেও তাহসান অভিনীত এই সিনেমার দুটি গান দর্শকেরা দেখে ফেলেছেন। গান দুটি দর্শকেরা দারুণভাবে গ্রহণও করেছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমার গান দুটি হচ্ছে ‘আমি পারব না তোমার হতে’ ও ‘লক্ষ্মীসোনা’। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান, কোনাল ও হৃদয় খান। সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান ও নাভেদ পারভেজ।
বর্তমানে ‘যদি একদিন’ সিনেমার মুক্তি-পূর্ববর্তী কাজ নিয়ে কলকাতায় আছেন পরিচালক রাজ। ফিরবেন ২৯ জানুয়ারি রাতে। আজ শুক্রবার বিকেলে তিনি বলেন, ‘পাঁচ দিন আগে আমি কলকাতায় এসেছি। শুরুতে কালার গ্রেডিংয়ের কাজ করেছি। গানের কিছু সংশোধন ছিল, সেটাও করেছি। আজ থেকে কয়েক ধরনের ট্রেলার বানানোর কাজ শুরু হয়েছে। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়াতে বেশ যত্ন নিয়েই আমরা কাজগুলো করছি। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। আমরা শুটিংয়ের সময় থেকে বিষয়টি টের পাচ্ছি।’
তাহসান ছাড়াও ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন তাসকিন রহমান এবং ভারতের বাংলা ছবির নায়িকা শ্রাবন্তী। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করে তাসকিন বেশ আলোচিত একটি নাম। অন্যদিকে শ্রাবন্তী কলকাতার ছবির জনপ্রিয়। শাকিব খানের সঙ্গে ‘শিকারি’ ছবিতে অভিনয় করে বাংলাদেশেও আলোচিত তিনি।
পরিচালক রাজ বলেন, ‘শুটিংয়ের কিছু স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছিলাম। তখনই টের পেয়েছি ছবিটি নিয়ে দর্শক আগ্রহী। তাহসান ভাইয়ের একটা বিশাল ভক্ত গ্রুপ রয়েছে, তাঁরা প্রতিনিয়ত জানতে চাইছেন, কবে প্রিয় গায়ককে নায়ক হিসেবে দেখবেন। সবাইকে আশ্বস্ত করতে চাই, বেশি নয়, আর মাত্র মাসখানেকের অপেক্ষা। এরপরই আপনারা নায়ক তাহসানের দেখা পাবেন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com