দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবেন, অথচ আন্তর্জাতিক মানের একটি ব্যাট নেই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ পড়ে গিয়েছিলেন ভীষণ বিপদে। উপায়ন্তর না দেখে জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালকে ফোন করেন রুমানা, একটি ব্যাটের ব্যবস্থা করে দেয়ার জন্য।
ফোন পেয়ে দেরি করেননি তামিম। বিসিবিতে ছিলেন। সেখান থেকে ১৫ মিনিটের মধ্যে দেশসেরা এই ওপেনার ছুটে যান রুমানার কাছে, হাতে ব্যাট নিয়। আন্তর্জাতিক মানের ব্যাট, দাম তো কম নয়! রুমানা ভেবেছিলেন, তামিমকে কিছু দিতে হবে। জিজ্ঞেস করেছিলেন, ‘তামিম ভাই, এই ব্যাটের জন্য আপনাকে কত দিতে হবে?’
তামিম তো আর কিছু পাওয়ার আশায় ছুটে যাননি। জবাব দিলেন, ‘কী বলছেন! কিছুই দিতে হবে না। এটা আপনার জন্য আমার উপহার। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন, এরপর পুরো দলের জন্য স্পন্সরের ব্যবস্থা করে দেব।’
রুমানার কাছে দিন কয়েক আগেও দুটি ব্যাট ছিল। নারীদের বিগব্যাশ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান একটি স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি উচ্চমূল্যের ব্যাট উপহার পেয়েছিলেন। ঝামেলা বেঁধেছে হঠাৎ সেই ব্যাট দুটো হারিয়ে যাওয়ায়। বিপদে পড়লে বোন তো ভাইয়ের কাছেই ফোন দেবে!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com