নতুন বছরের সকাল হয়নি তখনও। শনিবার মধ্যরাতের পরে নিজের স্কুটারে যাচ্ছিলেন তরুণী। পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির নিচে পড়ে যান তরুণী। ওই অবস্থাতেই গাড়ি পাড়ি দেয় ১২ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লির সুলতান পুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত গাড়ি টানতে টনাতে নিয়ে গিয়েছে ওই তরুণীকে। নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে ওই তরুণীর দেহ।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়িতে পাঁচ জন ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাত ৩টা ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুম একটি ফোনকল পায়। তাতে জানানো হয়, একটি প্রাইভেট কারকে একটি দেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। ভোররাত ৪টা ১১ মিনিটের দিকে পুলিশ আরেকটি ফোনকল পায়। ওই সময় জানানো হয়, এক নারীর দেহ রাস্তায় পড়ে রয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, নিহত ওই নারীর নাম অঞ্জলি। তিনি আমান ভিহার এলাকার বাসিন্দা ছিলেন।
অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com