#

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা নিজেদের যোগ্যতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে জায়গা করে নিয়েছেন। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।’

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সামিটের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যে নারীরা সমান অবদান রাখছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন সবাই হেসেছিল। কিন্তু, আজকে সবাই সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী হতে পেরেছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘একসময় ধর্মান্ধরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রেখেছিলো। শেখ হাসিনা সরকারের কারণে সেটা অনেকটা কাটিয়ে ওঠা গেছে।’

নারী উদ্যোক্তাদের উদ্দেশে উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেছেন, ‘করোনার পর স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব। আপনারা আরও কাজ করুন, উদ্যোগ চালিয়ে যান। অনেক কষ্ট করে নিজেদের যায়গা তৈরি করেছেন। এটা যেন নষ্ট না হয়।’

 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার বলেন, ‘তৃণমূলের নারীদের তুলে এনেছে উই। অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেই নারীর ক্ষমতায়ন হয়। আমরা কখনোই ভাবিনি, এই দেশে লক্ষাধিক নারী উদ্যোক্তা তৈরি হবে।’

সামিটের প্রথম দিনে উদ্যোক্তাদের ফেসবুক কমার্সের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি, কুরিয়ার ও লজিস্টিক সেবা ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনান।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন